বর্ষা মৌসুম বিলে মাছ ধরা
বর্ষা মৌসুম চলছে, চারদিকে পানি জমেছে। কিছুদিন বৃষ্টি না হলে আবার সেই পানি শুকিয়ে যেতে থাকে। সেখানে মাছ ধরতে ধুম পড়ে যায়। গ্রামের পর গ্রাম জুড়ে এমন দৃশ্য এখন চোখে পড়ে। নানা বয়সের নারী, পুরুষ ও শিশু মনের আনন্দে এই মাছ ধরছেন। মাছ ধরার এই ছবিগুলো রংপুরের আশপাশে থেকে সম্প্রতি তোলা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯