রংপুরে আগাম আলু তোলা শুরু

রংপুরে মাঠে মাঠে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। সকাল থেকে কৃষক ও শ্রমিকেরা খেতে নেমে আলু তুলছেন। ৫৫ থেকে ৬০ দিনে তোলার উপযোগী হয় এই আলু। নিজেরা খাওয়ার পাশাপাশি চড়া দামে বিক্রি করছেন চাষিরা। রংপুর সদরের ঈশ্বরপুর এলাকায় আগাম জাতের আলু তোলা নিয়ে এই ছবির গল্প।

১ / ৯
দিগন্তজুড়ে থাকা আলুখেতে আলু তুলছেন একদল কৃষিশ্রমিক।
২ / ৯
আলু তোলার কাজে ব্যস্ত তাঁরা।
৩ / ৯
মাটি খুঁড়ে আলু বের করছেন চাষি।
৪ / ৯
৫৫ দিনেই আলু পেয়েছে এই আকার।
৫ / ৯
কোনো কোনো আলু বেশ বড়।
৬ / ৯
মাটি থেকে এসব আলু নিয়ে এবার বস্তায় ভরা হবে।
৭ / ৯
বস্তায় ভরা হচ্ছে আলু।
৮ / ৯
বিক্রির জন্য আলুর বস্তা ওজন করে সেলাই করা হচ্ছে।
৯ / ৯
আরেক জমিতে আলু তুলতে যাচ্ছেন তাঁরা।