রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমূলে গান, কবিতা ও নানা আয়োজনে নববর্ষকে বরণ করে নেয় ছায়ানট। গান-কবিতায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এবারের আয়োজন সাজানো হয় স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম, আত্মবোধন আর জাগরণের সুরবাণী দিয়ে। ছোট–বড়–ধর্ম–বর্ণনির্বিশেষে অনেকেই ভোর থেকেই সমবেত হতে শুরু করেন রমনা বটমূল এলাকায়। এ সময় তাঁদের পোশাকে ছিল বৈশাখী উৎসবের রং।

১ / ১৪
সমবেত কণ্ঠে সংগীতে অংশে নেওয়ার জন্য মঞ্চে প্রস্তুত শিল্পীরা
২ / ১৪
সামনের মাঠটিও ততক্ষণে দর্শক-শ্রোতাদের ভিড়ে পূর্ণ হয়ে গেছে
৩ / ১৪
বর্ষবরণের এই আয়োজন ঘিরে আশপাশে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা
৪ / ১৪
দর্শকসারিতে ছিলেন বিদেশিরাও। উপভোগ করেছেন বাংলা বর্ষবরণের এই আয়োজন
৫ / ১৪
ছায়ানটের শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে ভিড় জমে রমনা বটমূল এলাকায়
৬ / ১৪
দর্শকদের অনেকেই এসেছেন চিরায়ত বাঙালি সাজে
৭ / ১৪
অভিভাবকের সঙ্গে এসেছে ছোট্ট শিশুটিও
৮ / ১৪
সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন
৯ / ১৪
সমবেত কণ্ঠে শিল্পীরা বর্ষবরণের গান গাইছেন
১০ / ১৪
অনুষ্ঠানস্থলে একতারা হাতে এক ব্যক্তি
১১ / ১৪
রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা
১২ / ১৪
গাছের পাতা গলে সকালের মিষ্টি রোদ পড়েছে শিল্পীদের গায়ে
১৩ / ১৪
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়
১৪ / ১৪
ছায়ানটের পক্ষ থেকে সমবেত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা