কলসিন্দুরে একদিন

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ছোট্ট একটি গ্রাম কলসিন্দুর। ভারতের সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশের এই গ্রামের নাম দেশের সীমানা পেরিয়ে এখন বিদেশেও পৌঁছে গেছে। এই গ্রামের মেয়েদের ফুটবল নৈপুণ্য ও অর্জন এখন সবার মুখে মুখে। সর্বশেষ নেপালে অনুষ্ঠিত নারীদের সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের আটজন এই গ্রামের। গ্রামের পথে-প্রান্তরে, বাড়িতে বাড়িতে যেন ফুটবলে মেয়েদের নানান অর্জনের গল্প লেখা।

১ / ১৭
কলসিন্দুর স্কুলমাঠ। এই মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে হাজারো মানুষের মন জয় করেছে গ্রামের মেয়েরা
২ / ১৭
কলসিন্দুরের মেয়ে ফুটবল খেলোয়াড় মারিয়া মান্দা জনপ্রিয়। নিজ বাড়িতে রান্না করছেন মারিয়ার মা
৩ / ১৭
মেয়ের বিভিন্ন অর্জনের স্মৃতি ঘরের দেয়ালে যত্ন করে সাজিয়ে রেখেছেন মারিয়া মান্দার মা
৪ / ১৭
বাড়ির উঠানে হাঁস, মুরগি ও কবুতরকে খাবার দিচ্ছেন মারিয়া মান্দার মা
৫ / ১৭
গ্রামের আরেক মেয়ে শামসুন্নাহার ফুটবলার হিসেবে খ্যাতি পেয়েছেন। তাঁর অর্জন করা সম্মাননা স্মারক ও ট্রফি। শামসুন্নাহারের নিজের ঘরে
৬ / ১৭
বাড়ির উঠানে শুভেচ্ছা স্মারক হাতে ফুটবল খেলোয়াড় শামসুন্নাহার
৭ / ১৭
নিজেদের ঘরের সামনে বাবার সঙ্গে ফুটবল খেলোয়াড় শামসুন্নাহার
৮ / ১৭
ফুটবলার তহুরা খাতুনের নির্মাণাধীন নতুন বাড়ি
৯ / ১৭
পারিবারিক অ্যালবামে তহুরা খাতুনের দুটি ছবি
১০ / ১৭
তহুরা খাতুনের অর্জন করা ট্রফি হাতে তাঁর ছোট বোন
১১ / ১৭
ফুটবল খেলোয়াড় সানজিদা আক্তারের শুভেচ্ছা স্মারক ও সম্মাননা স্মারক
১২ / ১৭
ফুটবল খেলোয়াড় সানজিদা আক্তারের বাড়িতে দৃষ্টিনন্দন জোড়া ঘর। এখানেই বেড়ে উঠেছেন সানজিদা
১৩ / ১৭
সানজিদা আক্তারের বাড়িতে সাজিয়ে রাখা আছে প্রধানমন্ত্রীর কাছ থেকে তাঁর পুরস্কার নেওয়ার ছবি
১৪ / ১৭
সানজিদা আক্তারের বাবা, মা ও ছোট দুই ভাই
১৫ / ১৭
বাবার সঙ্গে ফুটবল খেলোয়াড় সাজেদা
১৬ / ১৭
সাজেদার আধা-পাকা বাড়ি। এখানে শৈশব কেটেছে কৃতী এ ফুটবলারের
১৭ / ১৭
এইচএসসি পরীক্ষার জন্য এখন বাড়িতে আছেন ফুটবলার সাজেদা। নিজের অর্জনগুলো দেখালেন তিনি