রঙিন ফুলকপি

ইউটিউব দেখে রঙিন ফুলকপি চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন পাবনা সদর উপজেলার বিল ভাদুরিয়া গ্রামের কৃষক আসলাম আলী। পাবনা শহরের এমনকি জেলার অন্য বাজারগুলোর সবজির দোকানেও শোভা পাচ্ছে তাঁর রঙিন ফুলকপি। দোকানগুলোয় ক্রেতারা আসার সঙ্গে সঙ্গেই আকৃষ্ট করছে এই ফুলকপি। প্রথমবার এমন ফুলকপি দেখেই কেনার ইচ্ছা পোষণ করছেন অনেক ক্রেতা। কৃষক আসলাম আলীর দুই মেয়ে ইউটিউবে রঙিন ফুলকপির ভিডিও দেখেন। এরপর তাঁর কাছে এসে এই ফুলকপি চাষ করার জন্য বায়না করে। এরপর ঢাকায় বীজভান্ডারে যোগাযোগ করে বীজ নিয়ে এসে আবাদ করেন এই ফুলকপি। তিনি দেড় বিঘা জমিতে প্রায় ৬ হাজারের বেশি ফুলকপির গাছ রোপণ করেন। বর্তমানে প্রতিদিন এগুলো কেটে নিয়ে সরাসরি বাজারের নিয়ে বিভিন্ন দোকানে পাইকারি দামে বিক্রি করেন। পাইকারি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা এই কপি বাজারে খুচরা বিক্রি হচ্ছে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

১ / ৮
ফুলকপি তোলার পর পাতা কাটার কাজে ব্যস্ত কৃষক আসলাম আলী ও তাঁর ছেলে।
২ / ৮
সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে রঙিন ফুলকপি।
৩ / ৮
হলুদ এই ফুলকপির জাতের নাম ক্যারোটিনা।
৪ / ৮
বেগুনি এই ফুলকপির জাতের নাম ভ্যালেন্টিনা।
৫ / ৮
জমিতে কাজে সহযোগিতা করেন নারীরাও।
৬ / ৮
জমিতে ফুলকপি হাতে আনন্দে মেতেছে শিশুরাও।
৭ / ৮
ডালিতে ভরা হচ্ছে রঙিন ফুলকপি।
৮ / ৮
বাজারের দোকনে বিক্রি হচ্ছে এসব রঙিন ফুলকপি।