শীতে জবুথবু জনজীবন

শীতে কাঁপছে বগুড়া। গতকাল রোববার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন কম। প্রয়োজনের তাগিদে বের হতে হলে পরছেন গরম কাপড়। শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতজনিত রোগবালাইয়ের বেশি ঝুঁকিতে রয়েছে বয়স্ক ও শিশুরা।

১ / ১০
শিশুকে কম্বলে জড়িয়ে বাইরে বের হয়েছেন এক অভিভাবক।
২ / ১০
গরম কাপড় পরিয়ে দুই শিশুকে নিয়ে বেরিয়েছেন দুই নারী।
৩ / ১০
শীতে উষ্ণতা পেতে টুপি পরছেন অনেকে।
৪ / ১০
সন্তানদের নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন এক অভিভাবক।
৫ / ১০
গরম পোশাক পরার পরও শীতে কষ্ট পাচ্ছেন বয়স্ক ব্যক্তিরা।
৬ / ১০
তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
৭ / ১০
শীত থেকে বাঁচতে টুপি, মাফলার, মাস্ক, এমনকি গামছাও ব্যবহার করছেন কেউ কেউ।
৮ / ১০
শিশুকে বুকে জড়িয়ে রেখেছেন এক অভিভাবক।
৯ / ১০
রিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশুশিক্ষার্থী।
১০ / ১০
গরম কাপড় পরে গন্তব্যে যাচ্ছে একটি পরিবার।