যমুনার চরে নারীর জীবনসংগ্রাম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে যমুনায় চর পড়েছে। এসব চরে কয়েক হাজার মানুষের বসবাস। পুরুষের পাশাপাশি চরাঞ্চলের নারীদেরও কঠোর পরিশ্রম করতে হয়। ঘর সামলানোর পাশাপাশি বাইরের কাজেও সমানতালে যুক্ত হতে হয় তাঁদের। সম্প্রতি চর বাটিয়া, চর শালুকা ও কুঁড়িপাড়াচর ঘুরে তোলা ছবিতে ধরা পড়েছে নারীদের সেই জীবনসংগ্রাম।

১ / ১০
চরের জমিতে কাজে যাচ্ছেন তিনজন নারী
২ / ১০
খড় শুকাচ্ছেন একজন নারী
৩ / ১০
শীতেও কাজে বের না হওয়ার উপায় নেই
৪ / ১০
মাঠে থাকে নানান ধরনের কাজ
৫ / ১০
চলছে মাষকলাই মাড়াইয়ের কাজ
৬ / ১০
গবাদিপশুর খাবার ও লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন তাঁরা
৭ / ১০
গবাদিপশুকে একটু উত্তাপ দিতে আগুন জ্বালিয়েছেন এই নারী
৮ / ১০
ভুট্টাখেতের পাশ দিয়ে কাজে যাচ্ছেন একজন নারী
৯ / ১০
চলছে ভুট্টার বীজ বপনের কাজ
১০ / ১০
দিন শেষে বাড়ি ফেরার পথে খেয়াঘাটে নৌকার অপেক্ষা