২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চা-বাগানে পাতা তোলা

সিলেটের চা-বাগানগুলোতে পুরোদমে চলছে চা-পাতা তোলার কাজ। সকাল থেকে বিকেল পর্যন্ত বাগানে ব্যস্ত সময় পার করছেন চা-শ্রমিকেরা। শীতের আগ পর্যন্ত চলবে পাতা তোলার কাজ। ছবিগুলো সিলেটের হিলুয়াছড়া ও লাক্কাতুরা চা-বাগান থেকে সম্প্রতি তোলা।

১ / ৯
প্রখর রোদে মাথাল মাথায় কাজে ব্যস্ত এই নারী
২ / ৯
চা–পাতা তুলছেন চা-শ্রমিক
৩ / ৯
চা-পাতা তোলার জন্য শ্রমিকদের ব্যবহৃত সরঞ্জাম ঝুলিয়ে রাখা হয়েছে
৪ / ৯
চা–পাতা তোলা শেষ; এবার নিয়ে যাচ্ছেন এক শ্রমিক
৫ / ৯
চা-পাতা জমা দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন শ্রমিকেরা
৬ / ৯
তোলা চা–পাতা মাপা হচ্ছে
৭ / ৯
গাড়িতে তোলা হচ্ছে চা-পাতা
৮ / ৯
বাড়ি ফেরার সময় জ্বালানি নিয়ে যাচ্ছেন এক শ্রমিক
৯ / ৯
সবুজ চা–বাগান