কেমন আছে ‘আলেকজান্দ্রা ক্যাসেল’

‘আলেকজান্দ্রা ক্যাসেল’। ময়মনসিংহ নগরের ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি। স্থানীয়ভাবে এ স্থাপনাটি ‘লোহার কুঠি’ নামে পরিচিত। ১৮৮৯ সালে প্রাসাদটি নির্মাণ করা হয়। প্রাসাদটি নির্মাণের উপলক্ষ ছিল ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার শতবার্ষিকী। প্রাসাদটি নির্মাণে ৪৫ হাজার টাকা ব্যয় হয়েছিল। ১৩৬ বছরের পুরোনো এ স্থাপনাটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। ‘আলেকজান্দ্রা ক্যাসেল’ নিয়ে ছবির গল্প।

১ / ৯
আলেকজান্দ্রা ক্যাসেলের সম্মুখভাগ।
২ / ৯
ক্যাসেলের ইতিহাস লেখা ফলক। তবে অযত্ন-অবহেলায় ফলকে জং ধরেছে, অনেক লেখা মুছে গেছে।
৩ / ৯
ক্যাসেলের সামনে থাকা ভাস্কর্য। ভাস্কর্যটির একটা অংশ ভাঙা।
৪ / ৯
ক্যাসেল চত্বরে থাকা ফোয়ারা। অযত্ন-অবহেলায় রয়েছে ফোয়ারাটি।
৫ / ৯
ক্যাসেল চত্বরে বড় তেঁতুলগাছ।
৬ / ৯
ক্যাসেল চত্বরে রয়েছে ময়মনসিংহ-গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে স্মৃতিফলক।
৭ / ৯
ক্যাসেলের দ্বিতীয় তলায় ওঠার লোহার সিঁড়ি।
৮ / ৯
ক্যাসেলের বাগানের ফটকে ঝুলছে মাধবীলতা।
৯ / ৯
ক্যাসেলের পাশে থাকা ভাঙা ভাস্কর্যের মাথার ওপর বসে আছে একটি শালিক।