মস্ত আমগাছ

দূর থেকে দেখতে অনেকটা বটগাছের মতো। বটগাছের মতোই যেন ঝুড়ি নেমেছে। তবে এটি আমগাছ। ঠাকুরগাঁওয়ে প্রায় দুই বিঘা জমিজুড়ে রয়েছে এই লতা সূর্যপুরী আমগাছ। স্থানীয় লোকজন বলেন, গাছটি আনুমানিক ২২০ বছরের পুরোনো। বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে সীমান্তবর্তী ইউনিয়ন হরিণমারীর মণ্ডুমালা গ্রামে এই গাছ রয়েছে। সম্প্রতি তোলা ছবি।

১ / ৯
প্রায় দুই বিঘা জমিজুড়ে রয়েছে এই লতা সূর্যপুরী আমগাছ।
২ / ৯
মূল গাছের তিন দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা ডাল।
৩ / ৯
গাছটিতে বছরভেদে প্রায় ১২০ থেকে ১৫০ মণ আমের ফলন হয়।
৪ / ৯
আমগাছটি দেখতে প্রতিদিনই কমবেশি দর্শনার্থী আসেন।
৫ / ৯
নিষেধ থাকা সত্ত্বেও গাছের গায়ে লেখা বর্ণ।
৬ / ৯
স্থানীয় লোকজনের ভাষ্য, গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট। পরিধি ৩৫ ফুটের কম নয়।
৭ / ৯
ডালগুলো একেকটা মাঝারি সাইজের আমগাছের মতো।
৮ / ৯
আম না পারতে নোটিশ।
৯ / ৯
আমগাছের ঐতিহাসিক বিবরণ রয়েছে এখানে। এটি তৈরি করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।