গলদা চিংড়ির পোনা চাষ

দেশের বাজারে চাহিদা বেশ। রপ্তানিও হয়। তাই অনেকে গলদা চিংড়ির পোনা চাষ করছেন। তাঁদের একজন মোহাম্মদ ইয়াছিন। বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায়। এ বছর নিজের ৪টি পুকুর ও হ্যাচারির ১৩টি কনটেইনারে গলদা চিংড়ির পোনা চাষ করেছেন তিনি। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১২
হ্যাচারিতে গলদা চিংড়ির পোনার যত্ন নিচ্ছেন ইয়াছিন ও তাঁর কর্মীরা।
২ / ১২
ইটের তৈরি হাউসে বিভিন্ন ধাপে চলে গলদা চিংড়ির পোনা চাষ।
৩ / ১২
পুকুরে থাকা গলদা চিংড়ির পোনা পর্যবেক্ষণ করছেন দুজন।
৪ / ১২
একটি পাত্রে নিয়ে গলদা চিংড়ির পোনা দেখাচ্ছেন একজন।
৫ / ১২
পাত্রে নিয়ে দেখানো হচ্ছে গলদা চিংড়ির লার্ভার প্রাথমিক ধাপ।
৬ / ১২
অণুবীক্ষণ যন্ত্রের নিচে গলদা চিংড়ির লার্ভা পরীক্ষা করছেন একজন।
৭ / ১২
এসব সরঞ্জাম দিয়ে পরীক্ষা করা হয় গলদা চিংড়ির লার্ভা।
৮ / ১২
হ্যাচারির প্রবেশপথে রাখা হয়েছে রাসায়নিক মেশানো পানি। প্রবেশের আগে তাতে পা ডুবিয়ে পরিষ্কার করে নিতে হয়।
৯ / ১২
টিউবে নিয়ে গলদা চিংড়ির লার্ভা পরীক্ষা করে দেখা হচ্ছে।
১০ / ১২
গলদা চিংড়ির লার্ভায় অক্সিজেন সরবরাহ করছেন একজন।
১১ / ১২
বড় বড় এসব পাত্রে করে নিয়ে যাওয়া হয় গলদা চিংড়ির পোনা।
১২ / ১২
পানিতে ভাসছে গলদা চিংড়ির কিছু পোনা।