বেহাল সড়ক

কয়েক দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের সড়কগুলোর অবস্থা বেহাল। খানাখন্দ আর জমে থাকা পানিতে যানবাহন চলাচলে রীতিমতো হিমশিম খেতে হয়। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয় লোকজনকে। নগরের বিভিন্ন বেহাল সড়ক নিয়ে এবারের ছবির গল্প

১ / ৭
বহদ্দারহাট এলাকার চান মিয়া সড়কে খানাখন্দ মাড়িয়ে চলছে গাড়ি
২ / ৭
হাটহাজারী সড়কের মুরাদপুর এলাকায় একটু অসতর্কতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা
৩ / ৭
হাটহাজারী সড়কের অক্সিজেন মোড় এলাকায় খানাখন্দ এড়িয়ে চলার চেষ্টা চালকদের
৪ / ৭
বেবি সুপারমার্কেট এলাকায় বায়েজিদ বোস্তামী সড়কে সৃষ্ট খানাখন্দ
৫ / ৭
আবদুল হান্নান সড়কের মডেল স্কুল এলাকায় গাড়ি চলাচল করাই দুষ্কর
৬ / ৭
স্ট্র্যান্ড রোডের আনু মাঝির ঘাট এলাকায় সড়কে তৈরি হয়েছে বিশাল গর্ত
৭ / ৭
স্ট্র্যান্ড রোডের সদরঘাট এলাকার চিত্র