হাওরে ধান কাটার উৎসব

হাওরের বাতাসে দুলছে ধানের সোনালি শিষ। চলছে ফসল কাটার উৎসব। সপ্তাহখানেক আগে থেকে টুকটাক ধান কাটা শুরু হলেও বৈশাখ মাসের প্রথম দিন থেকে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন কৃষক–শ্রমিকেরা। ধান কাটা থেকে শুরু করে বাড়িতে নেওয়া, মাড়াই এবং সেদ্ধ করার কাজে হাওরের নারী-পুরুষ, ছোট–বড় সবাই ব্যস্ত। চারদিকে উৎসবের আমেজ। ছবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও নিকলীর বড় হাওরে ধান কাটার উৎসব:

১ / ৯
হাওরের দিগন্তজুড়ে চোখে পড়ে সোনালি ধান।
২ / ৯
ধান কাটায় ব্যস্ত কৃষক ও শ্রমিকেরা।
৩ / ৯
ঝোড়ো বাতাসে শুয়ে পড়া ধান কেটে নেওয়া হচ্ছে।
৪ / ৯
ভারে করে ধান নিয়ে ফিরছেন কয়েকজন।
৫ / ৯
হাওর থেকে ট্রাক্টরে করে ধান আনা হচ্ছে।
৬ / ৯
যন্ত্রের মাধ্যমে খেত থেকে সরাসরি ধান সংগ্রহ করে ট্রাক্টরে তোলা হচ্ছে।
৭ / ৯
ধান কাটার পর হাওরের মাঝের রাস্তায় রাখা হচ্ছে।
৮ / ৯
ধান তোলার কাজে ব্যস্ত সময় পার করছে নারী-পুরুষ, ছোট-বড় সবাই।
৯ / ৯
ধান আনতে খেতের উদ্দেশে রওনা হয়েছেন কয়েকজন।