ঈদবাজারে আলোকসজ্জা

জমে উঠেছে ঈদবাজার। ক্রেতা আকর্ষণে চট্টগ্রাম নগরের বিপণিবিতানগুলো সাজানো হয়েছে নানা রূপে। বিভিন্ন রকমের আলোকসজ্জার মাধ্যমে আলোকিত করা হয়েছে ভেতরে বাইরে। দূর থেকে দেখে মার্কেটগুলোতে যেমন উৎসবমুখর পরিবেশ মনে হয়, ভেতরেও তেমনটাই। দোকানও সাজানো হয়েছে আকর্ষণীয় রূপে। প্রতিবছর এই সাজসজ্জা হলেও এবার তা একটু অন্য রকম। কেনাকাটা শুরু হলেও আরও কয়েক দিন পর তা কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন মার্কেট থেকে তোলা।

১ / ৮
প্রবর্তক এলাকায় পাশাপাশি দুটি মার্কেটে করা হয়েছে জমকালো আলোকসজ্জা।
২ / ৮
দোকানের বাইরের পাশাপাশি আলোকসজ্জা করা হয়েছে ম্যানিকুইনগুলোতেও।
৩ / ৮
পার্ক করে রাখা গাড়িতে আলোকসজ্জার প্রতিফলন।
৪ / ৮
কিছু কিছু দেয়ালে ফুটে উঠেছে এমন চিত্র।
৫ / ৮
মার্কেটের পুরো ভবনে করা হয়েছে আলোকসজ্জা।
৬ / ৮
অনেক বিপণিবিতানের প্রবেশমুখে তৈরি করা হয়েছে নান্দনিক ফটক।
৭ / ৮
চকবাজার এলাকায় আলো দিয়ে তৈরি করা চাঁদ আর তারা।
৮ / ৮
চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় আলোকসজ্জা।