দেশে বড়দিনের বর্ণাঢ্য আয়োজন

সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ‘ক্রিসমাস ডে’ বা ‘বড়দিন’ উৎসব উদ্‌যাপন করেন। বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাঁদের ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন। সারা দেশ থেকে পাঠানো ‘বড়দিন’ উদ্‌যাপনের ছবি নিয়ে ছবির গল্প।

১ / ৮
রাজধানীর জপমালা রাণীর গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠান। তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা। ২৫ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
২ / ৮
বড়দিনের প্রার্থনা সভায় ধর্মীয় আচার পালন করা হচ্ছে। তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা; ২৫ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
৩ / ৮
বড়দিনে গির্জা প্রাঙ্গণে আগত অনুসারীরা। তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা; ২৫ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
৪ / ৮
বড়দিনে সান্তাক্লজের উপহার বিতরণ। তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা; ২৫ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
৫ / ৮
উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত হয়। ম‌রিয়মনগর গির্জা, ঝিনাইগাতী, শেরপুর; ২৫ ডিসেম্বর
ছ‌বি: প্রথম আলো
৬ / ৮
বড়দিন উদ্‌যাপনে ছবি তোলা। নয়াসড়ক, সিলেট; ২৫ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৭ / ৮
বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে প্রেসবিটারিয়ান চার্চ। নয়াসড়ক, সিলেট; ২৫ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ৮
ব্যাপ্টিস্ট চার্চে খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। রাধাবল্লভ, রংপুর; ২৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম