বর্ষায় সুরমা যেমন

সিলেট অঞ্চলের সবচেয়ে বড় নদী সুরমা। সিলেট শহরের বুক চিরে প্রবহমান সুরমা নদী শহরকে দুই ভাগ করেছে। নদীকেন্দ্রিক যাতায়াতব্যবস্থায় একসময় সুরমা ছিল সবার প্রাণ। সুরমার নদীপথ ব্যবহার করেই গড়ে উঠেছে নদীর তীরে ব্যবসাপ্রতিষ্ঠান।

বেশ আগে থেকে সুরমার সঙ্গী হয়ে আছে ব্রিটিশ ঐতিহ্যের কিনব্রিজ। এটি সিলেট অঞ্চলে সুরমায় প্রথম সেতু। তার পাশে রয়েছে জমিদার আমলে নির্মিত আলী আমজাদের ঘড়িঘর। শহরের উঁচু স্থান থেকে সুরমায় চোখ পড়লে মনে হবে যে সুরমাই সিলেটের একমাত্র প্রাণ। শুকনো মৌসুমে দখল-দূষণে বিপন্ন হওয়া সুরমা বর্ষা-শরৎকালে ফিরে পায় প্রাকৃতিক রূপ। বর্ষায় পানিতে টইটম্বুর হয়ে ওঠে সুরমা। সম্প্রতি তোলা ছবিতে সে চিত্রই ফুটে ওঠে।

১ / ১২
সিলেট শহরকে নান্দনিকভাবে ভাগ করেছে সুরমা নদী
২ / ১২
সুরমা নদীর ওপর ঐতিহ্যবাহী কিনব্রিজ
৩ / ১২
সুরমা নদীর ওপর নির্মিত শাহজালাল সেতু
৪ / ১২
পানিতে টইটম্বুর সুরমায় চলছে নৌকা। ছবিটি কাজীরবাজার সেতু এলাকার
৫ / ১২
শহরকে দুই ভাগ করেছে সুরমা। সুরমার দুই পারে সবুজের ছোঁয়া। তোপখানা এলাকা
৬ / ১২
চাঁদনী ঘাটের সিঁড়ি, আলী আমজাদের ঘড়ি! সুরমার সঙ্গে ঐতিহ্য আছে এই দুটোর
৭ / ১২
সুরমার ওপারে উত্তর, এপারে দক্ষিণ
৮ / ১২
বর্ষায় পানিতে টইটম্বুর সুরমায় নৌকা চলাচল বেড়ে যায়
৯ / ১২
এখনো এপার থেকে ওপারে যেতে অনেকে নৌকায় ওঠেন। ছবিটি কালীঘাট এলাকার
১০ / ১২
পানিতে ভরপুর সুরমায় শিশুদের দুরন্তপনা
১১ / ১২
সুরমার পানিতে মাছ ধরছেন দুজন
১২ / ১২
বর্ষায় ক্ষণে ক্ষণে রূপ বদলায় সুরমা