বর্ষায় সুরমা যেমন
সিলেট অঞ্চলের সবচেয়ে বড় নদী সুরমা। সিলেট শহরের বুক চিরে প্রবহমান সুরমা নদী শহরকে দুই ভাগ করেছে। নদীকেন্দ্রিক যাতায়াতব্যবস্থায় একসময় সুরমা ছিল সবার প্রাণ। সুরমার নদীপথ ব্যবহার করেই গড়ে উঠেছে নদীর তীরে ব্যবসাপ্রতিষ্ঠান।
বেশ আগে থেকে সুরমার সঙ্গী হয়ে আছে ব্রিটিশ ঐতিহ্যের কিনব্রিজ। এটি সিলেট অঞ্চলে সুরমায় প্রথম সেতু। তার পাশে রয়েছে জমিদার আমলে নির্মিত আলী আমজাদের ঘড়িঘর। শহরের উঁচু স্থান থেকে সুরমায় চোখ পড়লে মনে হবে যে সুরমাই সিলেটের একমাত্র প্রাণ। শুকনো মৌসুমে দখল-দূষণে বিপন্ন হওয়া সুরমা বর্ষা-শরৎকালে ফিরে পায় প্রাকৃতিক রূপ। বর্ষায় পানিতে টইটম্বুর হয়ে ওঠে সুরমা। সম্প্রতি তোলা ছবিতে সে চিত্রই ফুটে ওঠে।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২