হাওরে কর্মব্যস্ত কৃষক

শীতের শেষ ভাগে সিলেটের হাওরে হাওরে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করেন কৃষক। বেশির ভাগ হাওরের জমি এক ফসলি। ফলে এ সময় হাওরের ফসলি জমিতে কৃষকদের নাওয়া-খাওয়া ভুলে পরিশ্রম করতে দেখা যায়। হাওরের জল-কাদায় নেমে জমি চাষ, চারা রোপণে দিন পার করেন তাঁরা। সূর্য ওঠার আগেই তাঁদের কর্মব্যস্ততা শুরু হয়। কৃষকের এমন পরিশ্রমে হাওরে ফলে সোনার ফসল। সিলেট সদরের জিলকার হাওরে কর্মব্যস্ত কৃষকদের নিয়ে এই ছবির গল্প সাজানো হয়েছে।

১ / ৮
ধানখেত থেকে আগাছা পরিষ্কারের কাজ করছেন কয়েকজন কৃষক।
২ / ৮
শীতের সকালে জল-কাদা মেখে জমিতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক।
৩ / ৮
ধানখেত থেকে তোলা আগাছা হাতে এক কৃষক।
৪ / ৮
ধানের চারার ভেতর আগাছার খোঁজ চলছে।
৫ / ৮
খেতে ছিটানো হচ্ছে সার।
৬ / ৮
পোকা দমনে ছিটানো হচ্ছে কীটনাশক। কিন্তু বেশি কীটনাশক ব্যবহার ক্ষতিকর।
৭ / ৮
এভাবে খাবার নিয়ে দল বেঁধে সারা দিনের জন্য হাওরে কাজ করতে আসেন কৃষকেরা।
৮ / ৮
কৃষকের পরিশ্রমে সবুজে ছেয়ে গেছে হাওরের জমি।