সার্কাস সার্কাস

গত শতকের নব্বইয়ের দশকেও সার্কাসের বেশ প্রচলন ছিল। বড় অনুষ্ঠান বা উপলক্ষকে কেন্দ্র করে ডাক পড়ত সার্কাস দলের। কিন্তু দিন দিন সার্কাসের প্রদর্শনী কমে আসছে। তাই সার্কাস দল দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে দু–একটি দল এখনো দেশের বিভিন্ন স্থানে ডাক পড়লে সার্কাস প্রদর্শন করে। তার মধ্যে ‘দি লায়ন সার্কাস’ একটি। মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ১৯ থেকে ২৭ জানুয়ারি হলো মধুমেলা। সে মেলায় ‘দি লায়ন সার্কাস’–এর প্রদর্শনী ছিল। তাদের পরিবেশনার চিত্র নিয়ে ছবিগল্প।

১ / ১০
শুরুতেই অ্যাক্রোবেটিক পরিবেশনা করেন এক তরুণী
২ / ১০
সার্কাসের জোকারদের কাণ্ডকারখানা
৩ / ১০
প্যান্ডেলের অনেক উঁচুতে চলছে দুর্দান্ত পরিবেশনা।
৪ / ১০
রডে ঘুরে আগুন নিয়ে খেলা দেখাচ্ছেন দুজন।
৫ / ১০
স্কেটিং জুতার ঘুল্লিতে খেলা
৬ / ১০
জোকার ব্যস্ত দর্শক হাসাতে
৭ / ১০
জোকারদের কাণ্ড দেখে হাসিতে যেন ফেটে পড়ছেন দর্শক।
৮ / ১০
সিনেমার সংলাপ ও গানে মুখরিত দর্শক
৯ / ১০
১০ / ১০
চোখ বেঁধে ছুড়ি নিক্ষেপ খেলা।