শিমখেতে ব্যস্ততা
শীতকালীন অন্যতম সবজি শিম। তবে শীতের শুরু না হতেই খেত থেকে শিম তুলে বাজারে বিক্রি করছেন চাষিরা। বিস্তৃত খেতজুড়ে এখন ফুল। ফুলের ফাঁকে ফাঁকে দেখা মিলছে শিমের। খেতের পরিচর্যার পাশাপাশি বিক্রির জন্য শিম তুলছেন চাষিরা। ছবিগুলো সম্প্রতি রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকা থেকে তোলা।