খুলনার জাদুঘর

খুলনা বিভাগীয় জাদুঘরটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত। এই জাদুঘরে আছে বিভিন্ন যুগের মৃৎপাত্র, বুদ্ধমূর্তি, শিলালিপি, পোড়ামাটির ফলকচিত্র, অলংকৃত ইট, পোড়ামাটির বল, পোড়ামাটির গুটিকাসহ নানা নিদর্শন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জাদুঘরের ভেতর থেকে ছবি তুলেছেন সাদ্দাম হোসেন।

১ / ১১
খুলনা বিভাগীয় জাদুঘর ভবন।
২ / ১১
দ্বিতীয় তলায় আছে নানা প্রত্নসম্পদ।
৩ / ১১
পোড়ামাটির ফলক।
৪ / ১১
খান বাহাদুর মো. শওকত আলীর আনুমানিক ১০০ বছর আগের খাট।
৫ / ১১
পোড়ামাটির নিদর্শন।
৬ / ১১
জাদুঘরের গ্যালারি।
৭ / ১১
শত শত বছরের পুরোনো মুদ্রা।
৮ / ১১
শিলালিপিতে আরবি লেখা।
৯ / ১১
বিভিন্ন মূর্তি।
১০ / ১১
কপিলমুনির ঢিবি থেকে সংগৃহীত পোড়ামাটির সামগ্রী।
১১ / ১১
খ্রিষ্টীয় বিশ শতকে গৃহস্থালিতে ব্যবহার করা তামার তৈজসপত্র।