ফুলের বাহার

বগুড়া শহরের কোর্ট স্ট্রিটের ঘোড়াচত্বর থেকে শহীদ হিটলু সড়কের দুই ধারে বেশ কিছু সরকারি দপ্তর রয়েছে। প্রতিটি দপ্তর প্রাঙ্গণে এখন শোভা পাচ্ছে বাহারি ফুল। নজরকাড়া এসব ফুলের রূপ মুগ্ধ করছে দপ্তরগুলোয় আসা লোকজন, পাশের সড়কের পথচারীদের। ছবিগুলো সম্প্রতি তোলা-

১ / ৯
গাছে ফুটেছে লাল টুকটুকে একটি জবা
২ / ৯
কাঠগোলাপের সৌন্দর্য মুগ্ধ করে অনেককে
৩ / ৯
থোকায় থোকায় ফুটে আছে পাঁচ পাপড়ির নয়নতারা
৪ / ৯
চারপাশ রঙিন করে তুলেছে বাগানবিলাস
৫ / ৯
সবুজ পাতার ফাঁকগলে ফুটে আছে হালকা রঙের কাঁটা মুকুট
৬ / ৯
গাছের ডালে শোভা পাচ্ছে হলুদ রঙের অলোকানন্দা
৭ / ৯
গাছের নিচে ঝরে পড়েছে জুঁই ফুল
৮ / ৯
ডাঁটা শাকে ফুল ফুটেছে
৯ / ৯
নজরকাড়া পিটুনিয়া ফুলে ভরে আছে গাছ