কাপ্তাই হ্রদের শুঁটকি

কাপ্তাই হ্রদ থেকে আহরিত আইড়, শোল, গজার, পুঁটি, তেলাপিয়া, চাপিলা, ছোট চিংড়ি, ফলইসহ বিভিন্ন প্রজাতির মাছ ও শুঁটকির চাহিদা রয়েছে পাহাড়ি এলাকাসহ সারা দেশে। কাপ্তাই হ্রদের আশপাশে বসবাসকারীদের নিজস্ব পদ্ধতিতে আগুন ও রোদে শুকানো বিষমুক্ত শুঁটকির বেশ সুনাম রয়েছে। রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নে গ্রামীণ সাপ্তাহিক হাটে বিভিন্ন গ্রাম থেকে আসা পাহাড়ি নারীরা শুঁটকি নিয়ে বসেন বিক্রি করতে। কাপ্তাই হ্রদের শুঁটকি নিয়ে ছবির গল্প।

১ / ৯
ছোট–বড় বিভিন্ন মাছের শুঁটকি
২ / ৯
রাঙামাটির বনরূপা বাজারে শুঁটকি কিনছেন পাহাড়ি এক নারী
৩ / ৯
শশী দেওয়ান পাড়ায় সাজিয়ে রাখা হয়েছে শোল মাছের শুঁটকি
৪ / ৯
রাঙামাটির সমতা ঘাটে শুঁটকি বিক্রি চলছে
৫ / ৯
পাহাড়ি নারী গ্রাম থেকে শহরের বনরূপায় এসে বিক্রি করছেন শুকনা পুঁটি মাছ
৬ / ৯
কাপ্তাই হ্রদ থেকে আহরিত চাপিলা মাছ রোদে শুকানো হচ্ছে। কাট্টলী বাজার, লংগদু, রাঙামাটি
৭ / ৯
রোদে শুকানো হচ্ছে কাপ্তাই হ্রদ থেকে আহরিত গজার মাছ। কাট্টলী বাজার, রাঙামাটি
৮ / ৯
ছোট চিংড়ি মাছ রোদে শুকানো হচ্ছে। লংগদু, রাঙামাটি
৯ / ৯
দুই শিশু চিংড়ি থেকে আবর্জনা সরিয়ে নিচ্ছে