চলছে আড়তে আড়তে চামড়া সংরক্ষণ

পবিত্র ঈদুল আজহার দিন এলাকায় ঘুরে ঘুরে কোরবানির পশুর চামড়া কেনেন মৌসুমি ব্যবসায়ীরা। অনেকে আবার মসজিদ ও মাদ্রাসায় চামড়া দান করে দেন। পরে সেসব চামড়া মসজিদ-মাদ্রাসা কর্তৃপক্ষ বিক্রি করে দেয়। চামড়া সংগ্রহের পর আড়তে আনার পর লবণ দিয়ে তা সংরক্ষণ করা হয়। আড়তগুলোয় গতকাল শুক্রবার থেকে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। তবে এখনো চট্টগ্রাম নগরের অনেক সড়কের পাশে রয়েছে চামড়ার স্তূপ। ছবিগুলো গতকাল তোলা।

১ / ১০
সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজে ব্যস্ত শ্রমিকেরা
২ / ১০
চামড়ায় ছিটানো হচ্ছে লবণ
৩ / ১০
আড়তে আনা চামড়া নামানো হচ্ছে ভ্যান থেকে
৪ / ১০
একটির ওপর আরেকটি চামড়া সাজিয়ে রাখা হচ্ছে
৫ / ১০
স্তূপ করে রাখা চামড়ার ওপর ছিটিয়ে দেওয়া হচ্ছে লবণ
৬ / ১০
সড়কের পাশে রাখা হয়েছে পশুর চামড়া। এতে সংকুচিত হয়ে পড়েছে চলাচল
৭ / ১০
রাতভর চামড়া সংরক্ষণের কাজ করেছেন। ভোরের দিকে ক্লান্ত হয়ে সড়ক বিভাজকের ওপর ঘুমিয়ে পড়েছেন দুই শ্রমিক
৮ / ১০
চামড়া সংরক্ষণের প্রয়োজনীয় উপাদান লবণ। রিকশায় করে লবণ আনা হচ্ছে আড়তে
৯ / ১০
বিক্রির জন্য সড়কের পাশে রাখা রাখা কোরবানির পশুর চামড়া
১০ / ১০
লবণ দেওয়া চামড়া স্তূপ