নাম ‘কবুতরের হাট’, বিক্রি হয় নিষিদ্ধ পশুপাখি
খুলনার খালিশপুর এলাকার নয়াবাটির ‘কবুতর হাটের’ নাম জানে অনেকে। তবে ছুটির দিনে এই হাটে গেলে অবাক হতে হয়। শুধু কবুতর নয়, চিল, শালিক, কচ্ছপ বিক্রি হয় এ হাটে। অথচ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এসব প্রাণী বেচাকেনা নিষেধ।