১ / ১১
খাঁচা ভরা কবুতর আনা হয়েছে বিক্রির জন্য।
২ / ১১
নানা রঙের বাজুরিকা পাখি বিক্রি হচ্ছে।
৩ / ১১
শালিক পাখিও বিক্রি করা হচ্ছে। অথচ শালিক পাখি বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বিক্রি নিষেধ।
৪ / ১১
ককাটেল পাখি চড়েছে কাঁধে।
৫ / ১১
নানা পাখি বিক্রি হয় এই হাটে।
৬ / ১১
বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নিষেধ হলেও অ্যাকুয়ারিয়ামে মাছের পাশাপাশি বিক্রি হচ্ছে কচ্ছপ।
৭ / ১১
খরগোশ বেচাকেনা চলছে।
৮ / ১১
বিক্রির জন্য চিল পর্যন্ত নিয়ে এসেছেন একজন। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এটি নিষিদ্ধ।
৯ / ১১
রেহাই পায়নি শালিকের ছানাও।
১০ / ১১
নীলকণ্ঠের ছানাও আনা হয়েছে হাটে।
১১ / ১১
বিক্রির জন্য হাটে রয়েছে বেজি।