লতাপাতা ও বিভিন্ন ধরনের গাছ জন্মে সবুজ হয়ে আছে পুরো এলাকা। বোঝার উপায় নেই এই সবুজ আচ্ছাদনের ভেতরে আছে বিভিন্ন ধরনের গাড়ি। রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর কার্যালয়ের বাইরে বিশাল এলাকাজুড়ে অনেক বছর ধরে পড়ে আছে প্রতিষ্ঠানটির ব্যবহার অনুপযোগী অন্তত ৫০টি গাড়ি। খোলা আকাশের নিজে অনেক বছর ধরে পড়ে থাকায় রোদ–বৃষ্টিতে মরিচা পড়ে গেছে এসব গাড়িতে। নিরাপত্তার ফাঁক গলে এরই মধ্যে চুরি হয়ে গেছে গাড়িগুলোর বিভিন্ন যন্ত্রাংশ। চট্টগ্রামের সিআরবি এলাকায় অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চল দপ্তর থেকে ছবিগুলো তোলা।
সৌরভ দাশ
১ / ১১
খোলা আকাশের নিচে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে ব্যবহার অনুপযোগী গাড়িগুলো
২ / ১১
চুরি হয়ে গাড়িগুলোর বেশ কিছু যন্ত্রাংশ
৩ / ১১
গাছগাছালি ও ঝোপের আড়ালে যে গাড়ি, তা বোঝার উপায় নেই
৪ / ১১
লতাপাতার মাঝখানে উঁকি দিচ্ছে একটু গাড়ি।
৫ / ১১
গাড়ির গা বেয়ে তড়তড় করে বেড়ে উঠছে লতাপাতা
৬ / ১১
মরিচা পড়ে উঠে গেছে গাড়ির রং
৭ / ১১
লতাপাতার জন্য বোঝার উপায় নিয়ে গাড়ির অস্তিত্ব।
৮ / ১১
লতাপাতার পাশাপাশি অনেক গাড়িতে জন্মেছে বটগাছ
৯ / ১১
অনেক বছর ধরে পড়ে আচে জিপ গাড়িটি
১০ / ১১
বিভিন্ন মডেলের বেশ কয়েকটি গাড়ির শুধু পড়ে আছে কাঠামোটুকু
১১ / ১১
রেলওয়ে ভবনের সামনেপড়ে থেকে থেকে গাড়িতে জন্মেছে শেওলা