রমনায় কারাতে প্রশিক্ষণ

ভোরের আলোয় রমনা পার্কে পাখির কিচিরমিচির শুরু হয়েছে। সঙ্গে যোগ হয়েছে কারাতে প্রশিক্ষণার্থীদের একেকটা কৌশল আর সঙ্গে আওয়াজ করে হুংকার দেওয়া। শিশু থেকে কিশোর–কিশোরীরা নিরাপত্তা ও শারীরিক বিকাশের জন্য কারাতে প্রশিক্ষণ নিচ্ছে। দলে দলে আলাদা আলাদা প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেয় তারা। এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা। আর প্রতি মাসে দিতে হয় ৬০০ টাকা। শুক্রবার ভোরে রমনা পার্কে ছবিগুলো তোলা।

১ / ৮
লাইন ধরে দাঁড়িয়েছে প্রশিক্ষণার্থীরা। হাত কীভাবে মুষ্টিবদ্ধ করতে হয়, তা শিখিয়ে দিচ্ছেন একজন
২ / ৮
কারাতের কৌশল আত্মস্থ করার চেষ্টা
৩ / ৮
প্রশিক্ষকের নেতৃত্বে চলছে নানা কৌশলের প্রশিক্ষণ
৪ / ৮
আছেন ব্ল্যাক বেল্ট অর্জন করা প্রশিক্ষণার্থীও
৫ / ৮
অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের ব্যাগগুলো ঝুলিয়ে রাখা হয়েছে গাছের ডালে
৬ / ৮
ছোট্ট শিশুদের চোখে এখনো ঘুম ঘুম ভাব
৭ / ৮
কয়েকজন কৌশল রপ্ত করার চেষ্টা করছে
৮ / ৮
প্রশিক্ষণে ব্যস্ত আলাদা একটি দল