কাঁচা মরিচের হাট
বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারপুর চারমাথা এলাকা। চারটি রাস্তা এসে মিলেছে বলে স্থানীয় লোকজন জায়গাটিকে এই নামে ডাকেন। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত এখানে কাঁচা মরিচের বেচাকেনা চলে। প্রতিদিন দুপুর ১২টায় হাট বসে। চলে সন্ধ্যা পর্যন্ত। দিনে ১০ থেকে ১২ ট্রাক কাঁচা মরিচ এখানে বিক্রি হয়। গত শুক্রবার কোমারপুর চারমাথার কাঁচা মরিচের হাটসহ আশপাশের খেত ঘুরে ছবিগুলো তোলা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯