ফসলের মাঠে চিলের ঝাঁক

গ্রামের পাশে বিস্তীর্ণ ফসলি জমি, তাতে নেমে এসেছে চিলের ঝাঁক। বাদামিরঙা মাঝারি আকারের এ শিকারি পাখিটি ফসলের জমিতে খুঁজছে খাবার। সম্প্রতি এমন দৃশ্য দেখা গেল বগুড়া সদর উপজেলার আশকোলা আর রামশহর গ্রামে। সেটি নিয়েই এ ছবির গল্প—

১ / ৭
দূর আকাশে উড়ছে একঝাঁক চিল
২ / ৭
ফসলের মাঠে হঠাৎ নেমে এল চিলের ঝাঁকটি
৩ / ৭
ফসলের মাঠে চরে বেড়াচ্ছে চিল
৪ / ৭
হঠাৎ উড়াল দিয়েছে চিলটি
৫ / ৭
ফসলের মাঠে বসে আছে জোড়া চিল
৬ / ৭
শীতের কুয়াশাভেজা দিনে ফসলের মাঠে চিলের ঝাঁক
৭ / ৭
ফসলের মাঠ থেকে ছোট ইঁদুর, পোকামাকড়, উইপোকা ধরে খায় চিল