শুকিয়ে আসা হাওরে বকের আনাগোনা

শুষ্ক মৌসুমের শুরুতে হাওরের পানি অনেকটাই কমে এসেছে। কোথাও একেবারে শুকিয়ে এসেছে। আর কোথাও-বা হাঁটুজল। শুকিয়ে আসা হাওরের অগভীর পানিতে নেমে এসেছে বক। খুঁজছে খাওয়ার জন্য পোকামাকড়, ছোট মাছ। খাবার পেলে নিজের মতো করে উড়াল দিচ্ছে। সিলেট সদরের চামাউড়াকান্দি হাওরে বকের ছবিগুলো গত সোমবার তোলা-

১ / ৮
লাল শাপলার পাশে ঠায় দাঁড়িয়ে আছে দুটি সাদা বক
২ / ৮
শুকিয়ে আসা পানির পাশ দিয়ে হেঁটে চলেছে একটি বক, অন্যটি ওড়ার অপেক্ষায়
৩ / ৮
সেখানে আরও একটি বক এসে হাজির!
৪ / ৮
খাবারের খোঁজে কাদায় নেমেছে বকটি
৫ / ৮
বকের সঙ্গী হয়েছে হাঁসের ঝাঁক
৬ / ৮
কাদাপানিতে খাবার খুঁজছে একটি বক
৭ / ৮
খাবার পাওয়ার পর উড়াল দিয়েছে সাদা বকটি
৮ / ৮
লাল শাপলার মাঝ থেকে উড়াল দিচ্ছে বক দুটি