চট্টগ্রামের ডিসি পার্কে ফুলের মেলা

দেশি-বিদেশি নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে চট্টগ্রামের ডিসি পার্ক। ১২৭ প্রজাতির লক্ষাধিক ফুলের চারা রাখা হয়েছে এই পার্কে। সাগরপারে ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠা এ বাগান থেকে ছড়িয়ে পড়ছে সৌরভ। ২৫ জানুয়ারি এ পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুলের মেলা। দর্শকপ্রিয় করতে বাগান সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে। ফুল উৎসবের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। ফুল উৎসবের আগে থেকে হাজারো দর্শক দেখতে আসেন প্রতিদিন।

১ / ১৬
পাখির চোখে ফুলের মেলা।
২ / ১৬
ফুল দিয়ে লেখা হয়েছে ডিসি পার্ক।
৩ / ১৬
ডিসি পার্কে ফুলের গিটার।
৪ / ১৬
বাঁধাকপির মতো নানা রঙের ফুল।
৫ / ১৬
টব থেকে হাজারো ফুল পড়ছে।
৬ / ১৬
ফুল দিয়ে ‘লাভ চিহ্ন’ তৈরি করা হয়েছে।
৭ / ১৬
গিটারের ফুলে পানি দেওয়া হচ্ছে।
৮ / ১৬
দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে করা হচ্ছে।
৯ / ১৬
কৃত্রিম লেকে মাছ ধরার জন্য মাচা করা হয়েছে। রাখা হয়েছে ফুলের টব।
১০ / ১৬
গাঁদাসহ বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে।
১১ / ১৬
এক পাশে ফুলের বাগান, অন্য পাশে লেক।
১২ / ১৬
ফুল দিয়ে তৈরি করা হয়েছে নৌকা।
১৩ / ১৬
লেকে ডিঙিনৌকায় পর্যটকেরা ভ্রমণ করছেন।
১৪ / ১৬
পার্কে আসা পর্যটকেরা সেলফি তুলছেন।
১৫ / ১৬
বাগানে লাগানো হয়েছে সূর্যমুখী ফুল।
১৬ / ১৬
লেকের পাড়ে ফুল দিয়ে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট লেখা হয়েছে।