নলজুড়ি মোকামবাড়ির সৌন্দর্য

দূরে সবুজ পাহাড় বেয়ে নেমে আসছে শুভ্র ঝরনা। বৃষ্টি হলে সে ঝরনা যেন আরও বুনো হয়ে ওঠে। পাদদেশে সবুজ ফসলের মাঠ, চারণভূমি। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে হলে যেতে হবে সিলেটের জৈন্তাপুরের নলজুড়ি মোকামবাড়ি এলাকায়। সিলেট শহর থেকে ৫১ কিলোমিটার দূরের এই এলাকা ‘আলুবাগান’ নামেও পরিচিত। এলাকাটি ঘুরে সম্প্রতি এসব ছবি তোলা হয়েছে—

১ / ৯
উঁচু পাহাড়ের বুকে ঝরনা আর নিচে ফসলের খেত—সবমিলে যেন সবুজের সমারোহ
২ / ৯
সবুজে ঘেরা পাহাড়ের বুক চিরে নেমে আসছে শুভ্র ঝরনাধারা
৩ / ৯
পাহাড়ের পাদদেশে সবুজ ফসলের খেত
৪ / ৯
চারণভূমিতে গরু চরাতে এসেছেন এক ব্যক্তি
৫ / ৯
পাহাড়ের পাদদেশে বয়ে চলেছে শান্ত নদী। স্থানীয় মানুষের কাছে এটা ‘খাসী নদী’ নামে পরিচিত
৬ / ৯
স্বচ্ছ নদীর বুকে ভেসে আছে নৌকা
৭ / ৯
নদীতে মাছ ধরতে এসেছেন একজন
৮ / ৯
পাহাড়ের কোলে সারি সারি সুপারিগাছ
৯ / ৯
পাহাড়ের পাদদেশ চারণভূমিতে চরে বেড়াচ্ছে গবাদিপশু