রাঙামাটিতে বিসিক নারী উদ্যোক্তা মেলা

রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী তারুণ্যের উৎসব, বিসিক নারী উদ্যোক্তা মেলা। ২১ ফেব্রুয়ারি এই মেলা শুরু হয়েছে। মেলায় অর্ধশত স্টলে বাহারি পোশাক, গৃহসজ্জার সামগ্রী, খাবার, খেলনাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। শহরের বিসিক কার্যালয় প্রাঙ্গণে এই মেলায় দূরদূরান্ত থেকে আসছেন ক্রেতারা। রাঙামাটিতে এ মেলা নিয়ে সাজানো হয়েছে আজকের ছবির গল্প।

১ / ৯
স্টলে পোশাক গুছিয়ে রাখছেন এক নারী বিক্রেতা
২ / ৯
এক নারী ক্রেতা পছন্দের পোশাক দেখে নিচ্ছেন
৩ / ৯
মেলায় পাওয়া যাচ্ছে হরেক রকমের কাঠের সামগ্রী
৪ / ৯
নিজেদের স্টলে হরেক রকম পণ্য সাজিয়ে বসেছেন দুই পাহাড়ি নারী উদ্যোক্তা
৫ / ৯
মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন ধরনের সুতায় বোনা এই বাবুই পাখির বাসা
৬ / ৯
সুলভ মূল্যে হাতে তৈরি নানা রকম গৃহসজ্জার সামগ্রীও মিলছে মেলায়
৭ / ৯
মেলায় বিক্রি হচ্ছে খাজা, গজা, মুরলি, মোয়ার মতো কুড়মুড়ে মজাদার খাবার
৮ / ৯
মেলায় বিক্রির জন্য আনা হয়েছে কাঁচা আম
৯ / ৯
শিশুদের জন্য স্টলে স্টলে আছে নানা রঙের, ধরনের খেলনা