আওয়ামী লীগের মনোনয়নে কোথাও উচ্ছ্বাস, কোথাও ক্ষোভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ কারণে কুষ্টিয়া–২ ও নারায়ণগঞ্জ–৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় দেশের বিভিন্ন জায়গায় আনন্দ–উচ্ছ্বাস করেছেন সমর্থকেরা। আবার আকাঙ্ক্ষিত প্রার্থী বাদ পড়ায় ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটেছে কোথাও কোথাও।

১ / ৯
মনোনীতদের নাম ঘোষণার পর নেতা-কর্মীদের উল্লাস। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ৯
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চন্দ্রিমা উদ্যানের ক্রিসেন্ট লেক রোডে নেতা-কর্মীদের ভিড় দেখা যায়। ক্রিসেন্ট লেক রোড, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৩ / ৯
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে আওয়ামী লীগ নেতা–কর্মীদের উল্লাস। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা
ছবি: দীপু মালাকার
৪ / ৯
বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক মনোনয়ন পাওয়ায় তাঁর সমর্থক নেতা–কর্মীরা মিছিল করেন। সদর রোড, বরিশাল
ছবি: সাইয়ান
৫ / ৯
পছন্দের নেতা মনোনয়ন পাওয়ায় অনুসারী নেতা–কর্মীদের আনন্দমিছিল। সদর রোড, বরিশাল
ছবি: সাইয়ান
৬ / ৯
দিনাজপুর-৬ আসনে সংসদ সদস্য শিবলী সাদিককে তৃতীয়বারের মতো মনোনয়ন দেওয়ায় আনন্দ শোভাযাত্রা করেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। বিরামপুর পৌর শহর, বিরামপুর
ছবি: প্রথম আলো
৭ / ৯
প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকেরা খুলনা–যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে ৪০ থেকে ৪৫ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। দৌলতপুর, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৯
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর তাঁর বাড়িতে সমর্থকদের ভিড়। ২৬ নভেম্বর, সাহাপাড়া, মাগুরা
ছবি: প্রথম আলো
৯ / ৯
পাবনা–৫ আসনে নৌকার প্রার্থী হিসেবে গোলাম ফারুক প্রিন্স মনোনয়ন পাওয়ায় আনন্দমিছিল বের করেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ