কাপ্তাইয়ের তরতাজা কাতলা
রাঙামাটির কাপ্তাই হ্রদে জলজ জীবনের টান টের পাওয়া যায় ভোরের নিস্তব্ধতায়। যখন হ্রদের ওপর ছায়া ফেলে সূর্য, তখন জাল টানতে শুরু করেন জেলেরা। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর জালে যখন ধরা পড়ে তরতাজা কাতলা, তখন জেলেদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। কিন্তু এখন আর আগের মতো সহজে মেলে না বড় মাছ। কাপ্তাই হ্রদের সেই তরতাজা কাতলা মাছ ধরা থেকে শুরু করে বাজারে তোলা—এসব নিয়েই এই ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯