কাপ্তাইয়ের তরতাজা কাতলা

রাঙামাটির কাপ্তাই হ্রদে জলজ জীবনের টান টের পাওয়া যায় ভোরের নিস্তব্ধতায়। যখন হ্রদের ওপর ছায়া ফেলে সূর্য, তখন জাল টানতে শুরু করেন জেলেরা। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর জালে যখন ধরা পড়ে তরতাজা কাতলা, তখন জেলেদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। কিন্তু এখন আর আগের মতো সহজে মেলে না বড় মাছ। কাপ্তাই হ্রদের সেই তরতাজা কাতলা মাছ ধরা থেকে শুরু করে বাজারে তোলা—এসব নিয়েই এই ছবির গল্প।

১ / ৯
মাছ ধরতে জাল টানছেন জেলে
২ / ৯
জালে আটকা পড়েছে মাছ
৩ / ৯
জাল থেকে তুলে নৌকায় রাখা হচ্ছে কাতলা মাছ
৪ / ৯
প্লাস্টিকের ড্রামেও রাখা হচ্ছে মাছ
৫ / ৯
কাতলা মাছভর্তি প্লাস্টিকের ড্রাম হ্রদ থেকে পাড়ে তোলা হচ্ছে
৬ / ৯
বাজারে বিক্রির জন্য বড় কাতলা মাছ দেখাচ্ছেন এই জেলে
৭ / ৯
বাজারে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে দুটি বড়  কাতলা মাছ
৮ / ৯
ড্রাম থেকে কাতলা মাছ বের করছেন বিক্রেতা
৯ / ৯
জেলের কাছ থেকে কেনা কাতলা মাছ সাজিয়ে রাখছেন বিক্রেতা প্লাস্টিকের ড্রামেও রাখা হচ্ছে মাছ