বৃষ্টিভেজা চা–বাগান

বৃষ্টি ঝরলে সবুজ চা–বাগানের রং-রূপ যেন আরও গাঢ় হয়ে ওঠে। সবুজ চা-পাতা বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ার দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। বৃষ্টিভেজা চা–বাগানের শান্ত পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। বৃষ্টির দিনে বাগানে যেন কোথাও কেউ নেই—শুধু পাতা, জল আর নিঃশব্দ প্রকৃতি। এমনই এক বৃষ্টির দিনে সিলেটের দলদলি চা–বাগান থেকে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৯
চা–বাগানে সবুজ পাতার ওপর ঝরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি
২ / ৯
বৃষ্টির দিনে ছাতা মাথায় চা–বাগানে ঘুরতে এসেছেন কয়েকজন
৩ / ৯
ছাতা মাথায় চা–বাগানের মেঠো পথে চলেছেন একজন
৪ / ৯
বৃষ্টিভেজা চা–বাগানে দুই তরুণ সাইকেলে ঘুরছেন
৫ / ৯
চা–বাগানে ছাতা মাথায় গন্তব্যে চলেছেন দুজন
৬ / ৯
বৃষ্টিতে চা–বাগানের ঝিরি ভরে উঠেছে
৭ / ৯
চা–বাগানে বৃষ্টি উপভোগ করতে এসেছেন এক প্রকৃতিপ্রেমী
৮ / ৯
বৃষ্টিভেজা চা–বাগানের ওপর উড়ছে সাদা বক
৯ / ৯
বৃষ্টিতে চা–বাগানের নজরকাড়া সৌন্দর্য