রেলসেতুতে বাঁচতে যা করলেন দুজন

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেললাইন ধরে হেঁটে এক শিশুকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন প্রবীণ। রেলসেতুর ওপর ওঠার পরপরই সেতুর খুব কাছাকাছি চলে আসে সিলেট অভিমুখী একটি লোকাল ট্রেন। ট্রেনের বাঁশির শব্দে হতভম্ব হয়ে পড়েন দুজনই। নিশ্চিত মৃত্যুর হাত থেকে নিজেদের রক্ষা করতে তৎক্ষণাৎ রেলসেতুর দুই দিকের পিলারে মাথা নুইয়ে বসে পড়েন দুজন। অল্পের জন্য ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পান তাঁরা। ট্রেন চলে যাওয়ার পর সেতুটি পার হন দুজন। ছবিগুলো আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মইলুকা রেলসেতু থেকে তোলা।

১ / ৭
রেলসেতুর কাছাকাছি ট্রেন আসতে দেখে হতভম্ব হয়ে পড়েন দুজন
২ / ৭
তৎক্ষণাৎ রেলসেতুর পিলারের দিকে যান দুজন
৩ / ৭
বিপাকে পড়ে সেতুর পিলারে নেমে পড়েন প্রবীণ
৪ / ৭
ট্রেন চলে এসেছে কাছে, মাথা নুইয়ে দুই দিকে পিলারে বসে আছেন দুজন
৫ / ৭
সেতু দিয়ে পার হচ্ছে ট্রেন। পিলারে এভাবে বসে আছেন প্রবীণ, বিপরীত পাশে শিশুটি
৬ / ৭
সেই দৃশ্য ট্রেন থেকে দেখছেন যাত্রীরা
৭ / ৭
অল্পের জন্য রক্ষা! ট্রেন চলে যাওয়ার পর হেঁটে সেতুটি পার হন দুজন