জল-পাথরের বসতি

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর। পাহাড়ের কোলে ধলাই নদের উৎসমুখে সাদাপাথর এলাকার অবস্থান। পাহাড়-পাথর আর স্বচ্ছ জলের সৌন্দর্য উপভোগ করতে যেকোনো উৎসবে ছুটে আসেন পর্যটকেরা। বরাবরের মতো এবারও পর্যটকের ঢল নেমেছে ঈদের ছুটিতে। পরিবার-পরিজন নিয়ে ধলাই নদের বুকে স্বচ্ছ জল আর সাদা পাথরের মুগ্ধতায় মন ভরিয়ে নিচ্ছেন বেড়াতে আসা মানুষজন। জল-পাথরে এই বসতিতে আনন্দে সময় কাটাচ্ছেন ছোট-বড় সবাই।

১ / ১৩
ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে পর্যটকদের ভিড়। কেউ কেউ নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
২ / ১৩
অতিরিক্ত পর্যটকদের চাপে নৌকাসংকট। অপেক্ষা না করে বুকসমান পানি মাড়িয়ে সাদাপাথরের দিকে যাচ্ছেন কয়েকজন।
৩ / ১৩
ধলাই নদে পর্যটকদের নৌকা।
৪ / ১৩
সাদাপাথর এলাকায় নৌকাঘাটে বেড়াতে আসা মানুষজন।
৫ / ১৩
সাদাপাথরে পর্যটকদের এমন উপচে পড়া ভিড় ছিল সারা দিন।
৬ / ১৩
বেড়াতে এসে আনন্দে মেতেছেন সবাই।
৭ / ১৩
মুঠোফোনে ছবি তুলছেন এক পর্যটক।
৮ / ১৩
সেলফি তুলছেন দুজন।
৯ / ১৩
বেড়াতে আসা উচ্ছ্বসিত মানুষজন।
১০ / ১৩
অভিভাবকদের সঙ্গে বেড়াতে আসা শিশুদের উচ্ছ্বাস।
১১ / ১৩
নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন ছোট-বড় সবাই।
১২ / ১৩
ফেরার পথে পর্যটকেরা।
১৩ / ১৩
সাদাপাথর থেকে ফেরার জন্য নৌকাঘাটে পর্যটকেরা।