চট্টগ্রাম শহরে চলাচলের পথে ঝুঁকি ও দুর্ভোগ

‘চাক্তাই ডাইভারশন খালের’ ওপর প্রায় এক বছর ধরে কালভার্ট নির্মাণকাজ চলছে। এতে চট্টগ্রাম নগরের কে এম আমান আলী সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। সরু সড়ক ও খাল সংস্কারের নির্মাণসামগ্রী সড়কের ওপর থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে বাসিন্দারা। গাড়ি না চলায় দুর্ভোগ পোহাতে হয়। চট্টগ্রাম নগরের কে এম আমান আলী সড়কের ফুলতলা এলাকার চলাচলের পথে ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে ছবির গল্প।

১ / ১১
পাইলিং জন্য নিয়ে যাওয়া হচ্ছে কংক্রিটের পিলার।
২ / ১১
পিলারটি ক্রেনের সাহায্যে মাটিতে ঢোকানো হচ্ছে।
৩ / ১১
ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা।
৪ / ১১
সড়কের ওপর রাখা হয়েছে নির্মাণসামগ্রী।
৫ / ১১
সড়ক বন্ধ থাকায় গাড়িগুলো এখানে এসে থেমে যায়।
৬ / ১১
লোহার সেতুর ওপর চলাচল করছে বাসিন্দারা।
৭ / ১১
চলছে কালভার্ট তৈরির কাজ।
৮ / ১১
সরু পথ দিয়ে চলাচল করছে মানুষ।
৯ / ১১
গাড়ি বন্ধ থাকায় হেঁটে চলাচল করছে মানুষ।
১০ / ১১
টিনের গেট দিয়ে বন্ধ রাখা হয়েছে সড়ক।
১১ / ১১
ব্যস্ততম সড়কে ক্রেন দিয়ে পিলার নিয়ে যাচ্ছে।