মহারাজার দিঘিতে এক দুপুর

পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভিতরগড় এলাকার অবস্থান। এখানে আছে প্রায় দেড় হাজার বছরের পুরোনো মহারাজার দিঘি। এই দিঘি, দিঘির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। সম্প্রতি এক দুপুরে মহারাজার দিঘির নৈসর্গিক দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন সোয়েল রানা

১ / ৮
মহারাজার দিঘির সুউচ্চ পাড় সবুজে আচ্ছাদিত
২ / ৮
মহারাজার দিঘিতে শীতের পাখিদের ওড়াউড়ি
৩ / ৮
দিঘিতে সাঁতার কেটে বেড়াচ্ছে একঝাঁক পাতি সরালি। পাশ দিয়ে উড়ে যাচ্ছে একটি পানকৌড়ি
৪ / ৮
দূরদূরান্ত থেকে পর্যটকেরা গিয়ে মহারাজার দিঘির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন
৫ / ৮
দিঘি এলাকার আকাশে উড়ে বেড়াচ্ছে একঝাঁক পাখি
৬ / ৮
দিঘির পাড়ের একটি গাছের ডালে ঝুলছে বাদুড়
৭ / ৮
আকাশে ডানা মেলেছে পানকৌড়ির দল
৮ / ৮
দিঘির পাড়ে আছে নানা প্রজাতির গাছপালা