স্মৃতিসৌধে বিজয় দিবসের প্রস্তুতি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রোপণ করা হয়েছে বাহারি রঙের ফুলের চারা। ছেঁটে ফেলা হয়েছে পুরোনো ফুলগাছের ডালপালা। চত্বরজুড়ে চলছে ধোয়া-মোছার কাজ, রংতুলির আঁচড় পড়ছে সিঁড়িসহ বিভিন্ন স্থানে। ছবি তুলেছেন শামসুজ্জামান

১ / ১০
বাহারি ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ চত্বর।
২ / ১০
স্মৃতিসৌধ চত্বরজুড়ে শীতের ফুল।
৩ / ১০
লাল ও সবুজ ফুলের সৌন্দর্য।
৪ / ১০
স্মৃতিসৌধ চত্বরে রং করার কাজে ব্যস্ত শ্রমিকেরা।
৫ / ১০
স্মৃতিসৌধ এলাকায় ফলকের লেখা তুলির আঁচড়ে আবার ফুটিয়ে তোলা হচ্ছে।
৬ / ১০
ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে স্মৃতিসৌধ এলাকা।
৭ / ১০
ছাঁটা হচ্ছে গাছের ডালপালা।
৮ / ১০
ধোয়া-মোছা শেষে রং দিয়ে সাজানো হচ্ছে সিঁড়ি।
৯ / ১০
রং করা হচ্ছে আলোক বাতির স্ট্যান্ডে।
১০ / ১০
ফুল দিয়ে জানানো হবে শ্রদ্ধা।