যেন কাশফুলের বন
ঢাকা থেকে পোস্তগোলা সেতু পেরিয়ে বসুন্ধরা রিভারভিউয়ের শেষ মাথায় সারিঘাট রোড ধরে সামনে গেলেই খালের পাশে দেখা মিলবে দিগন্তজুড়ে কাশফুলের। বন্ধুবান্ধব, পরিবার-পরিজন নিয়ে অনেকই ভিড় জমাচ্ছেন এই সৌন্দর্য উপভোগ করতে। নৌকায় ঘুরে বেড়ানো, নাগরদোলাসহ নানান খাবারদাবারের আয়োজন তৈরি হয়েছে সেখানে। কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছেন, আবার কেউ সময়টি নিজেদের মতো করে উপভোগ করছেন। দূর থেকে দেখলে মনে হবে এ যেন কাশফুলের বন।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০