পাটবর্জ্য যেভাবে রপ্তানি হয়

সুতা ও বস্তা তৈরির পাটকলগুলোর বর্জ্য আগে ফেলে দেওয়া হতো। এখন এই পাটবর্জ্য বিদেশে রপ্তানি হচ্ছে। হচ্ছে আয়। রপ্তানির আগে পাটবর্জ্যের বড় বড় বেল তৈরি করা হয়। জুড়ে দেওয়া হয় মোড়ক। রপ্তানির আগে পাটবর্জ্যের মোড়কীকরণসহ নানা কার্যক্রম নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি খুলনা শহরের রেলগেট এলাকা থেকে তোলা।

১ / ১০
রপ্তানির আগে পাটবর্জ্যের ১৪০ কেজির একেকটি বেল তৈরি করতে হয়। এ জন্য দাঁড়িপাল্লায় ওজন মাপছেন এই শ্রমিক।
২ / ১০
মাপ নেওয়ার পর নির্দিষ্ট ওজনের বেল তৈরির জন্য প্রেস যন্ত্রে ঢোকানো হচ্ছে পাটবর্জ্য।
৩ / ১০
প্রেস যন্ত্রের দুপাশে থাকে দুটি দরজা। পাটবর্জ্য ঢোকানোর পর তা আটকে দিচ্ছেন শ্রমিকেরা।
৪ / ১০
প্রেস যন্ত্রের দরজা খোলার পর পাটবর্জ্যের বেল বাঁধা শুরু করেন শ্রমিকেরা।
৫ / ১০
পাটবর্জ্যের বেলের নির্দিষ্ট আকার ধরে রাখতে বড় আকারের সুচের ফোঁড় দিয়ে বেঁধে ফেলা হয়।
৬ / ১০
প্রেস যন্ত্র থেকে পিচ্ছিল সিঁড়ি দিয়ে নিচে ফেলা হয় পাটবর্জ্যের ১৪০ কেজির একেকটি বেল।
৭ / ১০
সারি ধরে সাজিয়ে রাখা হয়েছে পাটবর্জ্যের বেল। সেখান থেকে তা ট্রলিতে তোলা হচ্ছে।
৮ / ১০
ট্রলি ঠেলে পাটবর্জ্যের বেল ট্রাকের কাছে নেওয়া হচ্ছে।
৯ / ১০
কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন শ্রমিকেরা। পাটবর্জ্যের বেল তৈরি থেকে তা ট্রাকে তোলা পর্যন্ত তাঁদের কাজ।
১০ / ১০
পাটবর্জ্যের বেল ট্রাকে তুলছেন শ্রমিকেরা। পাটকল থেকে রপ্তানির জন্য এসব বেল চট্টগ্রাম বন্দরে নেওয়া হবে।