ধুলায় ধূসর সড়কে চলাচলই দায়

সড়কের ধুলার কারণে যাত্রীরা নাক ঢেকে চলছেন। সবচেয়ে বিপাকে রিকশা আরোহীরা। সোমবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ৮
গাড়ি চললেই এক ঝাপটায় ধুলা উড়ে।
২ / ৮
ধুলার আবরণে ঢাকা পথ।
৩ / ৮
যে যা পারছেন, তা দিয়েই মুখ ঢেকে চলছেন।
৪ / ৮
ধুলার কারণে ঠিকমতো পথ দেখাও কঠিন হয়ে পড়ে।
৫ / ৮
মুখে কাপড় চেপে চলছেন দুই যাত্রী।
৬ / ৮
ধুলাময় সড়কে বিপাকে চালক–যাত্রীরা।
৭ / ৮
ধুলা থেকে রক্ষা পেতে শিশুরা নাকে হাত দিয়েছে।
৮ / ৮
ধুলাময় সড়কে চলাই কষ্টকর হয়ে পড়েছে।