সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজারে সকাল ছয়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা যায়, ধ্বংসস্তূপে চাপা আগুন নেভাতে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় জনতা। পুড়ে যাওয়া কাপড় থেকে পোশাক নিতে দেখা যায় সাধারণ মানুষকে।

১ / ১১
ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটছেন একজন।
২ / ১১
পোড়া শাড়ির একাংশ।
৩ / ১১
নিভু নিভু আগুন নেভাতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
৪ / ১১
টিনের নিচে চাপা আগুনে পানি যেতে সাহায্য করছেন একজন।
৫ / ১১
আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংস্তূপে হাজারো মানুষ।
৬ / ১১
পানির পাইপ আগুনের কাছে পৌঁছে দিতে সবার চেষ্টা।
৭ / ১১
আগুন নেভাতে পানি ছিটান ফায়ার সার্ভিসের কর্মীরা।
৮ / ১১
আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে আগুন।
৯ / ১১
ঘটনাস্থলে এসে ভয়াবহতা বোঝার চেষ্টা করছেন কয়েকজন।
১০ / ১১
বেছে বেছে অপেক্ষাকৃত কম পোড়া পোশাক নিয়ে যান অনেকে।
১১ / ১১
কম পোড়া পোশাক নিতে মানুষের ভিড়।