পাহাড় কেটে আবাসিক এলাকা

চট্টগ্রাম নগরের বায়েজিদের চন্দ্রনগর এলাকায় নাগিন পাহাড়ের দুই-তৃতীয়াংশ কেটে গত দুই দশকে গড়ে তোলা হয়েছে দুটি আবাসিক এলাকা। পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এসব আবাসিক এলাকার নাম দেওয়া হয়েছে গ্রিনভ্যালি হাউজিং ১ ও ২।

আবাসনের নামে এখনো সেখানে চলছে পাহাড় কাটা। পাহাড়ের গা ঘেঁষে গড়ে তোলা এসব স্থাপনা নিয়ে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা।

১ / ১২
খননযন্ত্র দিয়ে কাটা হয়েছে পাহাড়।
২ / ১২
পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে উঁচু দালান।
৩ / ১২
পাহাড়ের ঘা ঘেঁষে তৈরি করা হয়েছে ভবন।
৪ / ১২
কাটতে কাটতে পাহাড়ের আর কিছুই অবশিষ্ট নেই।
৫ / ১২
পাহাড়ের ঢালে রয়েছে টিনের তৈরি ঘর।
৬ / ১২
পাহাড়ে দখল ধরে রাখতে গড়ে তোলা হয়েছে অস্থায়ী ঘরও।
৭ / ১২
বৈধভাবে আনা হয়েছে বিদ্যুতের সংযোগ।
৮ / ১২
পাহাড়ের জায়গায় নির্মাণ করা হয়েছে বহুতল ভবন।
৯ / ১২
আবাসনের নামে এখনো চলছে পাহাড় কাটা।
১০ / ১২
খননযন্ত্র দিয়ে কেটে ফেলার পর পাহাড়ের এই দশা।
১১ / ১২
পাহাড় কেটে ভবন তৈরির পাশাপাশি নির্মাণ করা হয়েছে টিনের ঘরও।
১২ / ১২
পাহাড়ের দুই-তৃতীয়াংশ কেটে গত দুই দশকে গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকা।