ঈদে শেষ মুহূর্তে বাড়ি ফেরা

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে শেষ সময়ে আজ বৃহস্পতিবার অনেকটা স্বস্তিতে ঢাকা থেকে যাত্রা করেছে মানুষ। কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল কিংবা গাবতলী এলাকা, কোথাও যাত্রীর চাপ নেই। জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে জানায়, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদ হবে বৃহস্পতিবার। এর আগে অনেকেই রাজধানী ছেড়েছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে। ফলে আজ অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা।

১ / ১৬
শেষ মুহূর্তেও বাড়ির পথে রওনা হওয়ার আনন্দ। কমলাপুর রেলস্টেশন, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২ / ১৬
বিকেলে জামালপুর কমিউটার ট্রেনে ছিল না যাত্রীর চাপ। কমলাপুর রেলস্টেশন, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৩ / ১৬
সবাই আসনে বসে আছেন। কিছু আসন ফাঁকা রেখেও যাচ্ছে ট্রেন। কমলাপুর রেলস্টেশন, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৪ / ১৬
শিশুকে নিয়ে প্ল্যাটফর্মে উঠতে যাওয়া নারীকে সহায়তা করছেন একজন। কমলাপুর রেলস্টেশন, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৫ / ১৬
ট্রেনের জানালার পাশে বসে বাবা-ছেলের আনন্দযাত্রা। কমলাপুর রেলস্টেশন, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৬ / ১৬
স্বস্তিতে মানুষ ট্রেনে করে বাড়ি ফিরছেন। কমলাপুর রেলস্টেশন, ১০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৭ / ১৬
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পরিবারের সবাইকে নিয়ে লঞ্চে যাত্রা করেন অনেক মানুষ। সদরঘাট, ১০ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১৬
৮. লঞ্চ টার্মিনালে আজ ছিল না যাত্রীদের চাপ। সদরঘাট, ১০ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৬
যাত্রীদের ডাকছেন লঞ্চের কর্মচারীরা। সদরঘাট, ১০ এপ্রিল।
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৬
লঞ্চের ডেকে বসে যাত্রা। সদরঘাট, ১০ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৬
শিশুদের নিয়ে লঞ্চে উঠছেন অভিভাবকেরা। সদরঘাট, ১০ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৬
শেষ সময়ে স্বস্তিতে বাড়ির পথে রওনা হওয়ার আনন্দ ছিল সবার চোখেমুখে। সদরঘাট, ১০ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৬
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সড়কপথে রাজধানী ছাড়ছে মানুষ। গাবতলী, ১০ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
১৪ / ১৬
বাসে উঠছেন যাত্রীরা। গাবতলী, ১০ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
১৫ / ১৬
বাসের জন্য সড়কের পাশে অপেক্ষা। আমিনবাজার, ১০ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
১৬ / ১৬
শেষ সময়ে হলেও স্বস্তিতে বাড়ির পথে রওনা হতে পারায় খুশি যাত্রীরা। আমিনবাজার, ১০ এপ্রিল
ছবি: আশরাফুল আলম