রাজধানীর সড়কে খোঁড়াখুঁড়ি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি সড়কে চলছে উন্নয়নকাজ। কোনোটি খোঁড়া হয়েছে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর জন্য; কোনো সড়ক কাটা হয়েছে বিদ্যুতের লাইন বসাতে। দুই মাস আগে শুরু হয়ে এখনো কাজ শেষ হয়নি—এমন সড়কও রয়েছে। এ কারণে ভোগান্তি শেষ হচ্ছে না এসব সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের। ছবিগুলো শনিবার তোলা।

১ / ৯
পয়োনিষ্কাশনের পাইপ বসানোর জন্য খুঁড়ে রাখা হয়েছে সড়ক। তার মধ্য দিয়ে কষ্ট করে হেঁটে যাচ্ছেন এক নারী। গোলারটেক, দারুস সালাম, মিরপুর
ছবি: আশরাফুল আলম
২ / ৯
নতুন করে পয়োনিষ্কাশন লাইনের কাজ চলছে। লালমাটিয়া, ধানমন্ডি
ছবি: সাজিদ হোসেন
৩ / ৯
তিন সপ্তাহ ধরে সড়ক খুঁড়ে চলছে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর কাজ। নূরজাহান রোড, মোহাম্মদপুর
ছবি: সাজিদ হোসেন
৪ / ৯
পয়োনিষ্কাশনের লাইন নতুন করে স্থাপনের জন্য সড়ক খুঁড়ে তিন সপ্তাহ ধরে পাইপ বসানোর কাজ করা হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। নূরজাহান রোড, মোহাম্মদপুর
ছবি: সাজিদ হোসেন
৫ / ৯
পয়োনিষ্কাশনের লাইন বসানোর জন্য সড়কটিতে কাজ শুরু হয়েছে দুই মাস আগে। মণিপুরিপাড়া, তেজগাঁও
ছবি: সাজিদ হোসেন
৬ / ৯
পয়োনালা সংস্কারকাজের জন্য সড়কের ওপর রাখা হয়েছে পাইপ। এতে সরু হয়ে গেছে চলাচলের রাস্তা। নয়াবাজার, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার
৭ / ৯
বিদ্যুতের লাইন বসানোর জন্য সড়কের মাঝবরাবর খোঁড়া হয়েছে। মতিঝিল, ঢাকা
ছবি: দীপু মালাকার
৮ / ৯
পয়োনালা সংস্কারকাজে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী। নয়াবাজার, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার
৯ / ৯
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলছে। আবদুল্লাহপুর, উত্তরা
ছবি: খালেদ সরকার