চট্টগ্রামে জুলাই স্মৃতি উদ্যান

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় গতকাল শুক্রবার ‘জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পার্কটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ১৯৫৪ সালে পাঁচলাইশ পার্ক নামে স্থাপন করা হয়েছিল উদ্যানটি। ২০০২ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন এটির নাম রাখে জাতিসংঘ পার্ক। ২০২২ সালে ‘চট্টগ্রাম জেলার পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান উন্নয়ন’ প্রকল্প হাতে নেয় গণপূর্ত অধিদপ্তর। প্রায় ১২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে গত বছরের মাঝামাঝি সময়ে কাজ শেষ হয়। তবে দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি উদ্বোধন করা যায়নি। গত বুধবার এর নাম পাল্টে ‘জুলাই স্মৃতি উদ্যান’ রাখা হয়। এখানে রয়েছে অ্যাম্ফিথিয়েটার, ফোয়ারা, বসার স্থান, ওয়াকওয়ে ও শিশুদের জন্য খেলাধুলার অনুষঙ্গ।

১ / ১১
ওপর থেকে জুলাই স্মৃতি উদ্যান।
২ / ১১
ফুল দিয়ে সাজানো হয়েছে উদ্যানের চারপাশ।
৩ / ১১
বিভিন্ন জায়গায় রয়েছে বসার স্থান।
৪ / ১১
শিশুদের জন্য খেলাধুলার অনুষঙ্গ।
৫ / ১১
রয়েছে অ্যাম্ফিথিয়েটার।
৬ / ১১
আধুনিক সুবিধাসম্পন্ন শৌচাগার তৈরি করা হয়েছে।
৭ / ১১
উদ্যানের মাঝখানে পানির ফোয়ারা।
৮ / ১১
নান্দনিক ওয়াকওয়ে।
৯ / ১১
ফুলের পাশাপাশি ফলের গাছও লাগানো হয়েছে।
১০ / ১১
শরীরচর্চার জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে সেখানে।
১১ / ১১
রাতের উদ্যান।