শীতে সাদা পাথর
যত দূর চোখ যায় শুধু পাথর আর পাথর। ছোট, মাঝারি, বড়—নানা আকারের পাথর। অধিকাংশই সাদা। সেই পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে স্ফটিকস্বচ্ছ পানি। শীত মৌসুমে পানির ধারা অনেকটাই সংকীর্ণ হয়ে এসেছে। এতে পাথরগুলো যেন আরও ভেসে উঠেছে। নজর কাড়ছে পর্যটকদের। দেখতে হাজারো পর্যটক ভিড় করছেন প্রতিদিন। সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথরে এমন সৌন্দর্য চোখে পড়ছে। ছবিগুলো সম্প্রতি তোলা—
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯