জাদুকাটা নদীর একী হাল !

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে উৎপত্তি নদীটি তাহিরপুর উপজেলার উত্তর-পূর্ব প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পাহাড়ে কোলঘেঁষা এই নদীকে রূপের নদী, সম্পদের নদী, শ্রম ও সমৃদ্ধির নদী—এ রকম নানা নামে ডাকা হয়। পাহাড়ের কোলঘেঁষা বৈচিত্র্যময় ও মনোহর রূপের কারণে পাহাড়ি জাদুকাটাকে দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত নদী বলা হয়। তবে দিনে দিনে সৌন্দর্য হারাতে বসেছে জাদুকাটা।  নদী থেকে অপরিকল্পিতভাবে  বালু, পাথর ও কয়লা উত্তোলন করায় নিজস্ব গতিপথ হারাতে বসেছে জাদুকাটা। ভরা বর্ষায় পানিতে নদীর সৌন্দর্য নজরকাড়া হলেও শুষ্ক মৌসুমে বিবর্ণ রূপ ধারণ করে নদীর। সেখানে জেগে ওঠে বালুচর। নদীতে বারকি নৌকা নামিয়ে হাঁটুপানিতে নেমে বালু, পাথর ও কয়লা উত্তোলন করেন স্থানীয় শ্রমিকেরা। সম্প্রতি ছবিগুলো তোলা।-আনিস মাহমুদ

১ / ১২
জাদুকাটাতে এখন পানি কম। নদীতে হাজারো বারকি নৌকা।
২ / ১২
নদীর চরে পড়ে আছে নৌকা। চরে কয়লা সংগ্রহ করতে এসেছেন এক নারী
৩ / ১২
নদীর চরে ধরে হাঁটছেন কয়েকজন
৪ / ১২
বারকি নৌকা দিয়ে কয়লা তুলে তা স্তূপ করে রাখা হয়েছে নদীর চরে।
৫ / ১২
নদীর মধ্যখানে খেয়া নৌকা রয়েছে। খেয়াঘাটের দুই পারে নদীতে তৈরি করা হয়েছে রাস্তা
৬ / ১২
একসঙ্গে বেঁধে রাখা শ্রমিকদের বারকি নৌকা
৭ / ১২
শুষ্ক মৌসুমে এমন বিবর্ণ রূপ ধারণ করে জাদুকাটা
৮ / ১২
নদীতে মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু-পাথর তোলেন অনেকে।
৯ / ১২
বড় নৌকায় বালু তুলে নেওয়া হচ্ছে
১০ / ১২
কাজ শেষ বাড়ি ফিরছেন তিন শ্রমিক
১১ / ১২
নদীর চরে গড়ে উঠে অস্থায়ী দোকান
১২ / ১২
রূপের নদী জাদুকাটার এখন এমনই হাল!